Tuesday, 18 May 2021

চট্টগ্রাম,বাংলাদেশ।বাংলাদেশ পররাষ্ট্র সচিব মো শহিদুল হক এর
নেতৃতে একটি প্রতিনিধি দল গত ১৩ জুন ৭ম বৈঠকে মিলিত হন
বার্মিজ প্রতিনিধি দল এর সাথে,যা বার্মিজ রাজধানী না প দ তে
অনুষ্ঠিত হয়।

"বার্মিজ সহকারী পররাষ্ট্রমন্ত্রী উ থান ক বার্মিজ প্রতিনিধি দলের
নেতৃত্ব দেন,উক্ত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রনালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে
বলা হয়,বাংলাদেশ দ্বিপক্ষীয় অনেক ব্যাপার ও জাতীয় ও আর্ন্তজাতিক
ব্যাপারে আলোচনা করবে।"
সুত্র জানায়,দ্বিপক্ষীয় আলোচনা,জ্বালানী খাতে সহযোগীতা,উভয় দেশের
মধ্যে সংযোগ সড়ক স্থাপন,আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ উন্নয়ন,
মানব পাচার রোধ ও মাদক পাচার বন্ধের ব্যাপারে আলোচনা হবে।
এছাড়া উভয় পক্ষ ব্যবসা,কৃষিখাতে সহযোগীতা,সংস্কৃতি ও পর্যটন
খাতে সহযোগীতা ও সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে সমন্বয় সাধন
গুরুত্ব পাবে।
এছাড়া রোহিঙা শরনার্থীদের ফেরত পাঠানো ও অনিবন্ধিত রোহিঙাদের
বার্মাতে ফেরত পাঠানোর ব্যাপার গুরুত্ব পাবে।
১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এ প্রধানমন্ত্রীর কার্যালয়,স্বরাষ্ট্র মন্ত্রনালয়,
পর্যটন মন্ত্রনালয়,দূর্যোগ ব্যবস্থাপনা ও বানিজ্য মন্ত্রনালয় ও বিজিবি
এর প্রতিনিধি ছিলেন।
এছাড়া বিজিবি বার্মিজ প্রতিনিধিদলে বিভিন্ন সীমা লঙ্ঘনের ব্যাপারে কথা তুলেন
এছাড়া বাংলাদেশকে না জানিয়ে বিজিবির মাইন স্থাপন বিশেষ করে ৩৯-৪০
পিলার এর ৭০ গজের মধ্যে ও ৩৭ ও ৩৮ নং পিলারের ১০০ গজের মধ্যে
স্থাপনের নিন্দা জানান ও বিজিবি ডিরেক্টর জেনারে মেজর জেনারেল আজিজ আহমেদ
অনুরোধ করেন যাতে ১৫০ গজের মাঝে কোন মাইন স্থাপন করা না হয়,মাইন স্থাপন করে
তারা আর্ন্তজাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে।"
তিনি আরো জানান,"এই ব্যাপারে কথা তুললে বার্মিজ কতৃপক্ষ কর্নপাত করে না।"