Tuesday, 18 May 2021

ঢাকা,বাংলাদেশ।একটি নতুন সেক্টর ও দুই ব্যাটেলিয়ন বিজিবি বাংলাদেশ-বার্মা
সীমান্ত এ স্থাপন করা হয়েছে বলে জানান ইউ এন বি।

বিজিবি ডিরেক্টর জেনারেল,মেজর জেনারেল আজিজ আহমেদ,বিজিবি ব্যাটেলিয়ন
৫০ রামুতে কক্সবাজারে পতাকা উঠানো হয়েছে।
মে এর ১৮ তারিখে ডিরেক্টর বিজিবি গইমারা সেক্টর এর রামগড় ও ৫১ নং ব্যাটেলিয়ন
পান ছড়ি খাগড়াছড়িতে নতুন ব্যাটেলিয়ন স্থাপন করা হয়।
এছাড়া বান্দরবান এ নতুন সেক্টর স্থাপন করা হয়েছে।
জানুয়ারী ২০ তারিখে শেখ হাসিনা বিজিবি এর স্থানীয় সদর রংপুর,যশোর সড়াইল ও চট্টগ্রাম
এ সদর স্থাপন করা হয়।