Tuesday, 18 May 2021

মংডূ,আরাকান। গত ৩ জুলাই, মারাওয়াদ্দি মিলিটারি আউটপোস্ট এর একজন সৈনিক নতুন রাস্তাতে একজন
রোহিঙ্গা বৃদ্ধকে মারধোর করেন, যা মংডু তিন মাইল জাংশন থেকে রতিদং এর আং মকে সংযোগস্থাপনকারী
সড়ক হিসেবে নির্মিত হয়েছে।

পূর্বে, মংডূর শহর প্রশাসক রোহিঙ্গাদের মৌখিক আদেশ প্রদান করেন যে, রোহিঙ্গারা এই রাস্তা ব্যবহার করতে পারবেন  না এবং কেউ
যদি এই রাস্তা ব্যবহার করেন তাকে শাস্তি দেওয়া হবে।
ভুক্তভোগী  নাজির আহমেদ(৫০),পিতাঃ অলি আহমেদ, মংডুর বুতিদং এর বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার দিন সকালে, উক্ত সৈনিক
উদং গ্রামে তার নিজ কাজে যাচ্ছিলেন, পথিমধ্যে নজির আহমেদ এর সাথে দেখা হলে তাকে যখন উক্ত সৈনিক এই রাস্তা ব্যবহারের কারণ
জিজ্ঞাসা করেন, তখন নজির জবাব দেন তার গবাদি পশু দেখতে তিনি গিয়েছিলেন।
পরে তাকে মারধোর করা হয় এবং অজ্ঞান হয়ে গেলে উক্ত সৈণিক প্রস্থান করেন, পরে উক্ত বৃদ্ধকে গ্রাম্য চিকিৎসকরা চিকিৎসা করেন।
গ্রামের বিভিন্ন সুত্র জানায়, রাখাইন উগ্রবাদীরা উক্ত রাস্তায় প্রায় সময় রোহিঙ্গা গ্রামবাসীদের মারধোর,ছিনতাই করে কিন্তু কতৃপক্ষ কোন
ব্যবস্থা নেন নি তাদের বিরূদ্ধে।