Tuesday, 18 May 2021

মংডূ,আরাকান।মংডুর একজন কর্মকর্তা জানান,শনিবার সন্ধ্যায় মংডূতে কঠিন চীবর দান  উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিল শহর প্রশাসন কর্মকর্তা ও স্থানীয় মঠ ও সংস্থা।

"প্রায় ২০০ ভিক্ষু থিরি মংলা হলে অপেক্ষা করছিলেন যেখানে তা আয়োজিত হবে।"

"তারা মংডুর ৩০টি মঠ থেকে এসেছিলেন।"

স্থানীয় বৌদ্ধরা তাদেরকে চীবর ও অন্যান্য উপহার প্রদান করার জন্য অপেক্ষা করছিলেন ,জানান মংডূর একজন।

"অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে শূরু হবে।সরকারী কর্মকর্তারা ও বৌদ্ধরা সেখানে অংশগ্রহন করবে।"