Wednesday, 23 June 2021

টেকনাফ,বাংলাদেশ।বাংলাদেশ কতৃপক্ষ ১৪৫১ জন রোহিঙাকে বাংলাদেশ-বার্মা সীমান্ত থেকে গ্রেফতার করেছে জানায় সুত্র।
"কতৃপক্ষ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার কর এবং বার্মাতে তাদের ফেরত পাঠানো হয়।
এছাড়া ১৩ জনকে পাচারকারী হিসেবে কক্সবাজার জেলে পাঠানো হয়।
জানুয়ারীতে বাংলাদেশ ৭৩ জন রোহিঙা,ফেব্রুয়ারীতে ৭৬ জন রোহিঙা,মার্চএ  ৭০,১৩২ জন এপ্রিল এ ২৫৫ জন মে তে,জুলাইতে ৭৩ জন ,আগস্ট এ ১২৮ জন,সেপ্টেম্বর এ ১৬১ ও নভেম্বর এ ২৬১ জনকে
আটক করা হয়।
পরে তাদেরকে ফেরত পাঠানো হয়।
অধিকাংশ রোহিঙা তাদের আত্নীয় স্বজনদের দেখতে বাংলাদেশে আসে,এছাড়া তারা চিকিৎসা নিতেও আসে,আরাকান এ রোহিঙারা চিকিৎসা নিতে আকিয়াব এ যেতে পারে না এবং সেখানে যেতে তাদের
খরচ বেশী হয় তাই তারা বাংলাদেশে আসেন।"